November 22, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে এই বিক্ষোভ শুরু করে তারা।

ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকার সড়ক ব্লক করেছে। বিশেষ করে মহাখালী এলাকায় প্রায় হাজার খানেক চালক নেমেছেন। তারা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন। ফলে তেজগাঁও ও জাহাঙ্গীর গেট থেকে কোনো গাড়ি আসতে যেতে পারছে না।

মহাখালী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ।

তিনি বলেন, তারা প্রথমে কম ছিল। এখন বাড়ছে। পাঁয়ে হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে। আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

আরও খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় ব্লক করে তারা সেখানে অবস্থান করছে। ফলে কোনো যানবাহন মোহাম্মদপুর যেতে ও আসতে পারছে না।

আগারগাঁও এলাকায় অবস্থান নেওয়ায় শ্যামলী থেকে কোনো যানবাহন এই মুহূর্তে মহাখালী যেতে পারছে না। অন্যদিকে ডেমরা আসা যাওয়ার সড়কও তারা ব্লক করেছে।

সড়ক অবরোধ ছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশাচালকরা ব্যানার নিয়ে তাদের এক দফা দাবি ও রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে।

শেয়ার করুন: