November 7, 2025
খেলাধুলা

ঢাকার বড় চমক, শাকিব খানের দলে খেলবেন তাসকিন

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। এবার বড় চমক নিয়ে মাঠে নামছে তারা। ১২তম বিপিএল আয়োজনের সবকিছু চূড়ান্ত হয়েছে। যে কারণে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের দলে টানতে শুরু করেছে। দল পাওয়ার পরই প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির একজন কর্মকর্তা। ঢাকার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত এমন এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে টাইগার স্পিডস্টার তাসকিনের সঙ্গে এরই মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে তাদের। সব ঠিক থাকলে আসন্ন আসরে ঢাকার জার্সিতে দেখা যাবে তাদের। সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় নেই। এ সুযোগে তাসকিনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ঢাকা। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও ঢাকার সূত্রটি নিশ্চিত করেছে। প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রাখছেন। আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। তার আগে চলতে মাসেই হবে প্লেয়ার্স ড্রাফট।
শেয়ার করুন: