May 18, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ডুমুরিয়ায় ট্যাংকলরি-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দ. প্রতিবেদক
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালকসহ ২ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪জন। আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামা। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
তিনি জানান, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল জানায়, বেপরোয়া গতি ও সড়কের বেহালদশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়।
নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: