ডি ভিলিয়ার্সের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন পারফর্ম করবে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর খুব বেশি সময় বাকি নেই। আর দুই দিন পরই শুরু হবে খেলা। এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। তবে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং বেশ চাঁছাছোলা মন্তব্যই করেছিলেন লাল-সবুজের দল নিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে এমনই বলেছিলেন রিকি পন্টিং। এদিকে পিন্টিংয়ের মত নির্দিষ্ট করে না বললেও একই রকম মত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে পন্টিং জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে বাংলাদেশকে দেখছেন না তিনি।
ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি সত্যি করে যদি বলে তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশি ভক্তরা হয়ত শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সততার সঙ্গে বলতে হবে।’
বড় দলকে চমকে দেওয়ার সামর্থ্য থাকলেও সেমিফাইনালে যাওয়া বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে জানিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। হয়ত এমনকি কোন বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ খেলবে বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত ছাড়া আরও থাকছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।