November 24, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

ডিএফপি মহাপরিচালকের খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন

তথ্য বিবরণী
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া সরকারি সফরের অংশ হিসেবে সোমবার খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় তিনি তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ডিএফপি’র মহাপরিচালক বলেন, তথ্য অধিদফতর (পিআইডি) এবং ডিএফপি কাজের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। উভয় প্রতিষ্ঠান গণমাধ্যম নিয়ে কাজ করে। বিভাগীয় পর্যায়ে ডিএফপি’র অফিস না থাকায় বিভিন্ন পত্রিকা অফিস ও ডিএফপির মধ্যে পিআইডি অনেক ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করে। তাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ দুটি প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সেবাপ্রত্যাশীরা যেন সিটিজেন চার্টার অনুসারে সহজে তথ্য সেবা পেতে পারেন তা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ওপর গুরূত্ব আরোপ করেন ডিএফপি’র মহাপরিচালক।
মতবিনিময় সভায় ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা পারভীন, খুলনা পিআইডির উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তিনদিনের সরকারী সফরে ডিএফপি মহাপরিচালকের নেতৃত্বে একটি টিম শনিবার খুলনা আসেন। এই সফরে তাঁরা খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং খুলনা ও বাগেরহাটের বিভিন্ন পত্রিকা অফিস পরিদর্শন করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *