ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যে জবাব দিতে যাচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব প্রস্তুত করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দখলধার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ২০ দফা ঘোষণা করেন তিনি।
তবে তার প্রস্তাবে গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার গ্যারান্টি এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। অপরদিকে হামাসকে শর্ত দেওয়া হয়েছে তাদের সবধরনের অস্ত্র সমর্পণ করতে হবে।
হামাসের একটি সূত্র সৌদির সংবাদমাধ্যম আল-হাদাতকে আজ বুধবার বলেছেন, ট্রাম্পের প্রস্তাবে যেসব ধারার কথা আছে সেগুলোর ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তারা। তিনি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবে পরিবর্তন আনার অধিকার তাদের রয়েছে।
এছাড়া হামাস আত্মরক্ষা এবং আক্রমণ করার অস্ত্রের মধ্যে পার্থক্য নির্ধারণের অনুরোধও জানিয়েছে। হামাসের সূত্রটি বলেছেন, আত্মরক্ষার অস্ত্র হামাসের অধিকার। এ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
ট্রাম্প তার প্রস্তাবে বলেছেন গাজা পরিচালিত হবে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের মাধ্যমে। আর এই প্রশাসনের প্রধান হবেন ট্রাম্প নিজেই।
হামাসের এ সূত্রটি সৌদির সংবাদমাধ্যমকে বলেছেন, তারা গাজা পরিচালনায় কোনো আন্তর্জাতিক প্রশাসনের শাসন মানবেন না। গাজায় যে সরকারই গঠিত হোক না কেন সেটি ফিলিস্তিনিদের নিয়ে হতে হবে। এমনকি তারা অরাজনৈতিক হলেও।
এছাড়া হামাস ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সুস্পষ্ট সময় চায়। এরসঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের গ্যারান্টি দিতে হবে।
ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, হামাস নিজেদের যত দ্রুত নিরস্ত্র করবে সেটি বিবেচনা করে ইসরায়েলি সেনাদের তত দ্রুত গাজা থেকে প্রত্যাহার করা হবে। কিন্তু হামাস এমন শর্তে রাজি নয়।