August 8, 2025
খেলাধুলা

টেনিসের ইতিহাসে এক টুর্নামেন্টে রেকর্ড প্রাইজমানির ঘোষণা

আগামী ২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। এর আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা। প্রাইজমানির দিক থেকে এবার রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। টুর্নামেন্ট কর্তৃপক্ষ ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা।

২০২৪ সালের বিবেচনায় ২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। গত বছর প্রাইজমানি ছিল ৭৫ মিলিয়ন ডলার। এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে ৫ মিলিয়ন ডলার পাবেন, যা আগে ৩.৬ মিলিয়ন ডলার ছিল। টেনিসের ইতিহাসে এটাই এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের নয়, বরং শুরু থেকে বাছাইপর্ব পর্যন্ত অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের প্রাপ্য অর্থেও দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছে। মনে করা হচ্ছে, এতে খেলোয়াড়দের মাঝে অর্থনৈতিক বৈষম্য কমবে।

দর্শক আগ্রহ ও আয়োজকদের কৌশলগত পরিকল্পনার কারণে ইউএস ওপেন এবার প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১৫ দিনে করেছে। প্রতিযোগিতা শুরু হবে ২৪ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার মিক্সড ডাবলসে থাকছে নতুন ফরম্যাট, যেখানে মূল প্রতিযোগিতার আগেই দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারকা একক খেলোয়াড়রাও।

শেয়ার করুন: