January 12, 2026
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাতক্ষীরার সিভিল সার্জনের শ্রদ্ধা

খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম সাতক্ষীরা জেলা সিভিল সার্জন হিসাবে পদোন্নতি পাওয়ায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার বিকাল ৫টায় তিনি সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলো খুলনা বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী, খুলনা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডাঃ সুমন রায়, বিএমএ নির্বাহী সদস্য ডাঃ জিল্লুর রহমান তরুন, ডাঃ ফিরোজ হাসান, খুলনা বিএমএ প্রচার সম্পাদক ডাঃ সাইফুল্লাহ মানসুর, ছাত্রলীগ নেতা ডাঃ তানভীর হাসান, আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তমকে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন হিসাবে বদলী করা করা হয়। ডাঃ সুফিয়ান রুস্তম স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলা শাখার কার্যকরী সদস্য। তিনি দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও হিসাবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন: