July 14, 2025
আন্তর্জাতিক

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

মোবাইল ফোন থেকে টিকটক ডিলিট না করায় পাকিস্তানে এক মেয়েকে হত্যা করেছেন তার বাবা। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটে।

রাওয়ালপিন্ডির পুলিশ জানিয়েছে, নিজের ১৬ বছর বয়স বয়সী কিশোরী মেয়েকে মোবাইল ফোন থেকে টিকটক ফেলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু কথা না শোনায় মেয়েকে গুলি করে হত্যা করেন ওই বাবা।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “মেয়ের বাবা তাকে টিকটক ডিলিট করতে বলেছিল। কথা না শোনায় তিনি তাকে হত্যা করেছেন।”

ওই কিশোরীর পরিবার প্রথমে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এতে ব্যর্থ হয় তারা। মেয়েকে হত্যার পর তার বাবা পালিয়ে যায়। কিন্তু পুলিশের হাতে পরবর্তীতে ধরা পড়েন তিনি।

টিকটক পাকিস্তানে অনেক জনপ্রিয় একটি অ্যাপ। স্বল্পশিক্ষিতরাও এটি সহজে চালাতে পারেন বলে অনেকেই টিকটকের প্রতি আসক্ত।

শেয়ার করুন: