টিকটকে নিষেধাজ্ঞা বন্ধে সুপ্রিম কোর্টকে অনুরোধ ট্রাম্পের
চীনভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সংক্রান্ত একটি আইনও জারি করা হয়েছে। তবে টিকটক নিষিদ্ধ করা সংক্রান্ত আইনটি আপাতত স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর নিউইয়র্ক টাইমসের।
খবরে বলা হয়েছে, আদালতে একটি আইনি আবেদন জমা দিয়েছেন ট্রাম্পের আইনজীবী। এতে টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।
টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইনটির অধীন আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, নইলে দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এখন আইনটি স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্পের যুক্তি, ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছতে তাকে সময় দেওয়া উচিত।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি, নইলে বন্ধ করে দেওয়াবিষয়ক বিলের পক্ষে ভোট দেয়। পরে দেশটির একটি আপিল আদালত একই আদেশ দেন। ট্রাম্প ওই অনুরোধ জানানোর পর এ বিষয়ে ১০ জানুয়ারি সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান আইনটি তুলে নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে আদালত যদি শুনানিতে তাদের পক্ষে আদেশ না দেন, অ্যাপটি ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হয়ে যাবে।