টানা দুই জয়ের পর এশিয়া কাপে বাংলাদেশের হার
যুবাদের এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম দুই ম্যাচে খেলেছে দুর্দান্ত। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ-সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় টাইগার যুবারা। তবে প্রথম দুই ম্যাচে হারের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি জুনিয়র টাইগাররা।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২৮ রান করে অল আউট হয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল ভালোই। তবে ওপেনার কালাম সিদ্দিকি ছাড়া ব্যাটারদের আর কেউই দলের হারল ধরতে পারেনি। ফলে শেষ পর্যন্ত টাইগার যুবাদের ইনিংস থামে ৪৯.৩ ওভারে ২২১ রান করেই। ৭ রানে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হলো না তামিমদের।
লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। দলীয় ১০ রানেই ইকবাল হোসেন ইমনের বলে আউট হন লঙ্কান ওপেনার দুলনীথ সিগেরা। এরপর আঘাত হানেন আরেক বোলার আল ফাহাদ। দলীয় ১৫ রানে ২ উইকেট হারানো লঙ্কানরা ৩৬ রান করতেই হারায় ৩ উইকেট। তবে ব্যাত হাতে দুর্দান্ত খেলেছেন ভিমাথ দিনসারা।
দিনসারা টাইগার বোলারদের সামলে খেলেছেন ১০৬ রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ২২৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তুলেছিল ৫২ রান। ওপেনার কালাম খেলেছেন ৯৫ রানের ইনিংস। তবে এছাড়া আর কোনো ব্যাটার নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত যুবারা অল আউট হয় ২২১ রানেই। ৭ রানে হারলেও আগের দুই ম্যাচ জেতায় সেমিফাইনালে যাওয়া নিশ্চিত বাংলাদেশের।