টাকা না ছাপানো ও রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের সিদ্ধান্ত
দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নতুন করে টাকা না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করবে না কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় ব্যাংক খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গণমাধ্যমটি এই গোলটেবিলের আয়োজন করে।
গভর্নর বলেন, ‘টাকা ছাপিয়ে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার সমাধান হবে না। মানুষের কষ্ট আরও বাড়বে। এজন্য আমরা টাকা না ছাপানো ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি।’
আহসান এইচ মনসুর বলেন, ‘বৈশ্বিক আর্থিক সংকটে আমাদের সমস্যা হয়নি, আমরা ভাগ্যবান। চার-পাঁচটি পরিবার ব্যাংক থেকে দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে। এতে অর্থনীতিতে মন্দা নেমে আসতে পারত, সেটা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করলে ছয় মাস পর শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়ে যাবে। এটা কোনো সমাধান হতে পারে না। এজন্য আমাদের কিছুদিন কষ্ট করতে হবে।’
গভর্নর বলেন, ‘অর্থনীতি খারাপ হয়ে পড়লে সরকারের পতন ঘটে। বাংলাদেশেও তাই হয়েছে। অর্থনৈতিক নিষ্পেষণ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে সরকারের পতন হয়েছে। আগেও আন্দোলন হয়েছিল, কিন্তু সরকারের পতন হয়নি।’
নতুন দায়িত্ব পাওয়া গভর্নর বলেন, ‘বিস্ফোরণোন্মুখ অর্থনীতি পুনরুদ্ধারে আমরা চেষ্টা করে যাচ্ছি। টাকা ও ডলারের বাজার স্থিতিশীল হলে মূল্যস্ফীতি কমতে বাধ্য। এতে সবাই স্বস্তিতে থাকবেন।’
দুর্বল ব্যাংকগুলোর মধ্যে এখন যেগুলোর টাকার প্রয়োজন হচ্ছে, সেটি অন্য ব্যাংক থেকে জোগান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ‘এ পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। মানুষের ক্ষোভ ও কষ্ট কমাতে পারলে, সেটি বড় অর্জন হবে।’