টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে জমে ওঠেছিল দুই দলের লড়াই। তবে শেষ রক্ষা হয়নি লাল-সবুজের দলের। নির্ধারিত সময়ের পর ম্যাচে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ গোলে হারে বাংলাদেশ আর শিরোপা ঘরে তুলে ভারত।
ভারতের বিপক্ষে ফাইনালে আজ বল দখল ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও গোলের সামনে যথেষ্ট সফলতা পায়নি। টাইব্রেকারে তো একেবারেই ব্যর্থ দলটি। ওদিকে ভারত সুযোগ কাজে লাগিয়েছে দুর্দান্তভাবে।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভারত। গুনলেইবা ওয়াংখেইরাকপামের নিখুঁত ক্রস থেকে ডাল্লালমুয়োন গ্যাংটে কাছ থেকে বল জালে পাঠান। শুরুতে হোঁচট খেলেও ১৫ মিনিট পর ছন্দে ফিরে আসে বাংলাদেশ। ২৫ মিনিটে কর্নার থেকে নাজমুল হুদা ফয়সালের উড়ে আসা বলে হেড করে গোল দেন মোহাম্মদ মানিক, ফিরে আসে সমতা।
এর কিছুক্ষণ পরেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। অপু রহমানের হেডবার ক্রসবারে লেগে ফিরে আসে। উল্টো ২৯ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত। গুনলেইবার আরেকটি ডেলিভারি ঠেকালেও আলিফ রহমানের রিবাউন্ড ধরে গোল করেন আজলান শাহ।
দ্বিতীয়ার্ধে পুরোটা সময় আক্রমণে ছিল বাংলাদেশ। ৫০ মিনিটে অধিনায়ক ফয়সালের জোরালো শট আবারও ক্রসবারে বাধা পায়। ভারতও শেষদিকে একবার পোস্টে আঘাত করে। তবে থেমে থাকেনি বাংলাদেশ। যোগ করা সময়ে সাব্বির ইসলামের লং থ্রো থেকে তৈরি হওয়া গোলমাল কাজে লাগিয়ে ইহসান হাবিব রিদোয়ান বল জালে পাঠান। ২-২ গোলেই শেষ হয় নির্ধারিত সময়, গড়ায় টাইব্রেকারে।
কিন্তু ভাগ্য সঙ্গ দিল না বাংলাদেশকে। ভারত তাদের চারটি শটেই গোল করে। বাংলাদেশ পেরেছে শুধু মানিকের শটে একবার জাল খুঁজে নিতে। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানেই হেরে গেল ছোটনের দল।
টানা তৃতীয়বারের মতো ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ (অনূর্ধ্ব-১৬) এবং ২০১৮ (অনূর্ধ্ব-১৫) আসরে সাফ যুব শিরোপা জিতেছিল তারা। তবে এবার আবারও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো, আর ভারত তুলে নিল নিজেদের সপ্তম শিরোপা।