September 17, 2024
খেলাধুলা

টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ মানেই যেন বাংলাদেশের একক আধিপত্য। অন্তত গত ১৫ বছরের পরিসংখ্যান সে কথাই বলে। তবে এবার সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমেই শুরুতেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান।

আগে ব্যাট করতে নেমে টাগারদের হয়ে ওপেনিংয়ে আসে অভিষেক হওয়া জাকির ও তানজিদ হাসান তামিম। তবে ওয়ানডে অভিষেকটা সুখকর হলো না জাকির হাসানের। পেসার অ্যাডাম মিল্‌নের বলে ৫ বলে ১ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি আরেক ওপেনার তামিমও। ইনিংসের দ্বিতীয় ওভারের ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

ফলে শুরুতেই দলীয় আট রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিচ্ছেন বাংলাদেশের ১৬তম অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত।

শেয়ার করুন: