জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত
দ. প্রতিবেদক
জ্বালানি ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে তেলের কমিশন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আশ^াস দিলে জ্বালানি ব্যবসায়ী নেতারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আগামী ৫ মার্চ পর্যন্ত স্থগিত করেন।
ঢাকা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জ্বালানি ব্যবসায়ী ও এর সাথে জড়িত শ্রমিকদের ৬ দফা দাবির একমত পোষণ করেন এবং আগামী ৫ মার্চ থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত সচিব (অপারেশন) মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্মসচিব (অপারেশ-১) ড. মহ. শের আলী, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, মালিক সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতনসহ কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত করার ঘোষণা প্রদান করেন কেন্দ্রীয় নেতারা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়