জেলেনস্কির পদত্যাগ চাইলেন ইউক্রেন বংশোদ্ভূত মার্কিন এমপি
মার্কিন এমপি ভিক্টোরিয়া স্পার্টজ বলেছেন, ইউক্রেন সব অধিকৃত অঞ্চল ফেরত দাবি করার অবস্থানে নেই। যদি তারা যুদ্ধে জিততেন, তাহলে ভিন্ন কথা ছিল।
তিনি বলেন, ইউক্রেনের জনগণের এখন উচিৎ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ দাবি করা। খবর দ্যা টেলিগ্রাফের।
টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া স্পার্টজ এসব কথা বলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ দেশের বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে।
কিয়েভের রাশিয়ার কাছে অঞ্চল ছেড়ে দেওয়া উচিৎ এবং জেলেনস্কির পদত্যাগ করা উচিত বলে যে মন্তব্য করেছেন কড়া প্রতিবাদ জানানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভিক্টোরিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন, আমাদের সব ভূমি সর্বদা ইউক্রেনের ছিল এবং সর্বদা ইউক্রেনেরই থাকবে।
স্পার্টজ ইউক্রেনের চেরনিহিভ ওব্লাস্টে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন, তিনি প্রায়শই ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলেন।
তিনি ২০২১ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার কংগ্রেসে হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তাকে সমর্থন করেছিলেন কিন্তু পরে তিনি বাইডেন প্রশাসন এবং জেলেনস্কি সরকারের একজন কঠোর সমালোচক হয়ে উঠেছেন।
স্পার্টজ ২০২৪ সালে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের বিরোধিতা করেছিলেন এবং সামরিক সহায়তাকে ঋণে রূপান্তর করার জন্য রিপাবলিকান পার্টির আহ্বানকে সমর্থন করেছিলেন।