November 14, 2024
খেলাধুলা

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন আশরাফুল-তামিম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলও।

টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে ক্রিকেট একটি রূপ পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। এমসিসি ক্রিকেট দল ১৯৭৭ সালের ৭ জানুয়ারি তিনদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করে এবং ওই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়।’

টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল বলেন, ‘সাধারণত ৩৫ জন ক্রিকেটার নিয়ে একটি বিভাগীয় দল গঠিত হয় এবং ম্যাচ খেলার জন্য মাত্র ১৫ জন ক্রিকেটার পাওয়া যায়। বাকি ২০ জন ক্রিকেটার দলের সঙ্গে অনুশীলন করেন। আমরা টুর্নামেন্ট খেলার জন্য কোচ ও বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যদি বিভাগীয় দল বা জাতীয় দল তাদের ডাকে, আমরা তাদের দ্রুতই ছেড়ে দেবো।’

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

শেয়ার করুন: