April 22, 2025
খেলাধুলা

‘জিম্বাবুয়ে–ই এগিয়ে আছে’, দাবি তারকা পেসারের

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে মুমিনুল হক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে ২৭০ থেকে ২৮০ রানের বেশি রান প্রয়োজন বলে মনে করেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ১৯৪ রান করেছে, যদিও স্বাগতিকদের লিড মাত্র ১১২ রানের। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি নিজেদেরকেই এগিয়ে রাখছেন। জানিয়েছেন পরদিনের লক্ষ্য–ও।

জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার মুজারাবানি। বাংলাদেশকে ২০০ রানের মধ্যে আটকাতে চান বলে তিনি জানিয়েছেন। মুজারাবানি বলেন, ‘(আইডিয়াল টার্গেট) ২০০ রানের কম বলব আমি। তবে আমাদের চিন্তা করতে হবে একটার পর একটা উইকেট কীভাবে নেওয়া যায়। কাজটা মোটেও সহজ হবে না। তবে আমাদের শৃঙ্খলা ধরে রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে।’

তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে এগিয়ে আছে বলে দাবি এই তারকা পেসারের, ‘আমার মনে হয় আজকে আমাদের জন্য কঠিন দিন ছিল। তবুও ৩ উইকেট নিয়েছি। ভালো লড়াই করেছি। ভালোই দিন গেল। অবশ্যই আমরা খেলায় আছি। টেস্ট ক্রিকেটে দিনের পর দিন খেলা চালিয়ে যেতে হবে। কালকে আরও একটি দিন, তারপর আরও একদিন আছে। এখনও আমরা বিশ্বাস রাখছি নিজেদের ওপর, আমরাই এগিয়ে আছি, দেখা যাক কাল কী করতে পারি।

গতির সঙ্গে শর্ট বলের মিশেলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করেছেন মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত সমান সংখ্যক উইকেট নেওয়া সফরকারী এই পেসার বলেন, ‘আমার ক্ষেত্রে বলব, এটা আমার শক্তির জায়গা। ব্যাটারদের শরীরের দিকে বল করতে চাই আমি। বাংলাদেশ এখানে কিছুটা সংগ্রাম করেছে শর্ট বলে। তবে আমার স্কিলের কথা বলতে গেলে এটা আমার ১ নম্বর স্কিল।

জিম্বাবুয়ের মত দলের বেশি বেশি টেস্ট খেলার সুযোগ চান মুজারাবানি, ‘অবশ্যই সুযোগ দরকার। আমাদের আরও ম্যাচ খেলা লাগবে এবং এরই সঙ্গে ভালো খেলতে হবে। চালিয়ে যেতে পারলে আশা করি আইসিসি এগুলো দেখবে। আমাদের সামনে আরও টেস্ট আছে। মুখিয়ে আছি সেগুলোতেও ভালো করার। তাহলে আইসিসি সামনে আরও সুযোগ দেবে আমাদের।’

শেয়ার করুন: