জিম্বাবুয়ের বিপক্ষে যে কারণে পূর্ণ শক্তি নিয়ে খেলবে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছিল জিম্বাবুয়ে। এর একদিন পর আজ (মঙ্গলবার) স্বাগতিক বাংলাদেশও স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ের মতো পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামবে টাইগাররাও। এরপরই অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সে কারণে এই মুহূর্তে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে চান না বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দল ঘোষণার পর ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রায় চার-সাড়ে চার মাস পর আমরা টেস্ট ক্রিকেটে ফিরছি। এরপর জুনে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আছে। তাই আমরা এই মুহূর্তে কোন পরীক্ষা করতে চাচ্ছি না। এ ছাড়া লিটন থাকছে না। নাহিদ রানাকেও একটি টেস্টের পর আমরা ছেড়ে দিচ্ছি। তাই সেখানেও অন্যদের জন্য সুযোগ আছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানো নিয়ে লিপু বলেন, ‘খেয়াল রাখতে হবে গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি আমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফলাফল কাঙ্ক্ষিত ছিল না। অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও পেয়েছি টেস্ট জয়ের সুবাতাস। গেল এক বছরে তুলনামূলকভাবে দেশের মাঠে পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।’
পরীক্ষা-নিরীক্ষার জন্য সামনে সিরিজ আছে উল্লেখ করে প্রধান নির্বাচক আরও বলেন, ‘মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলা আছে। পাশাপাশি দুটি সংস্করণে হাই পারফরম্যান্স দলেরও খেলা আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আমাদের অনেক অপশন আছে যোগ্য ক্রিকেটারদের সেখানে সুযোগ দেওয়ার। সে কারণেই আমাদের সম্ভাব্য সেরা ক্রিকেটারদের নিয়েই এই দলটি সাজিয়েছি।’
প্রসঙ্গত, দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।