জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার শিক্ষা হয়ে থাকবে, বলছে বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ সফরকারী দলটি টেস্ট ক্রিকেটে জয়হীন ছিল গেল ৪ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের হিসাবটা আসলে সেই সময়টা ৭ বছরের মতো। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। তাই তো এমন হারকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান।
আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছুটা কষ্টদায়ক কারণ আমরা আমাদের দলটা যেভাবে, যেখানে দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সঙ্গে এই ফলটা একেবারই মেলেনি। যা খুবই দুঃখজনক।’
সিলেটের এবারের কন্ডিশন পরিচিত না হলেও অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশা করেছে ফাহিমকে, ‘আমরা চেষ্টা করেছি এমন সব কন্ডিশনে খেলাতে যে কন্ডিশনটা আমাদের পক্ষে থাকবে এমন না, যেখানে খেললে আমাদের আইসিসি ইভেন্টসহ বাইরে ভালো খেলতে পারব। সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের মতো ছিল না। কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞ, কোয়ালিটি খেলোয়াড় তাদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। নিশ্চিতভাবে যে ফলটা হয়েছে মোটেও সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে।’