December 4, 2024
লেটেস্টশিক্ষা

জাপানের মানুষজন [Japanese People, 日本人]

ড. মো: মতিউল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর; পাশাপাশি, কাজ করছেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক হিসেবে। ছিলেন পিএইচডি প্রোগ্রামে একসময় জাপান, সংস্কৃতি ও প্রযুক্তির নানা দিক থেকে যে দেশ এশিয়ায় অগ্রগণ্য। গবেষণার সময়, নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। দেখেছেন জাপানের মানুষ, তাঁদের সংস্কৃতি খুব নিকট হতে। আপদমস্তক শিক্ষক এই মানুষটির রয়েছে একটি সাহিত্যিক মনও। জাপানের মানুষের বিভিন্ন দিক নিয়ে খুব দরদ দিয়ে লিখেছেন ধারাবাহিকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাঁর সাথে যোগাযোগ করা হলে, সেই সংকলিত লেখাগুলি তিনি আমাদের সাথে শেয়ার করতে সম্মত হয়েছেন।

আমরা দক্ষিণাঞ্চল প্রতিদিনের পাঠকদের পক্ষ হতে ড. মো: মতিউল ইসলাম – এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

জাপানের মানুষজন [Japanese People, 日本人]

প্লেন থেকে নেমে লাগেজ রিসিভ করে এমবার্কেশন ফর্ম ফিলআপ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার নাম লেখা প্ল্যাকার্ড উঁচু করে ধরে একটা জাপানিজ ছেলে দাঁড়িয়ে আছে। ওর নাম ‘ইউতারো ওবা’। আমি যে ল্যাবে পড়তে গিয়েছিলাম ও সেই ল্যাবেরই পিএইচডি স্টুডেন্ট ছিলো। আমাকে নিতে এসেছিলো। আমার রিসার্চ সুপারভাইজার প্রফেসর ‘আকিহিরো নোসে’ সেন্সে (先生) আমাকে ওর বিষয়ে আগেই বলে দিয়েছিলেন। আমি জীবনে প্রথম বারের মতো একজন জাপানিজ মানুষের সাথে কথা বললাম।

 

জাপানিজ মানুষেরা সত্যিই অন্যরকম! আমি জাপানিজ মানুষদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করবো। আমি পর্যায়ক্রমে ১৬ টি বৈশিষ্ট্যের কথা বলবো। আজ শুধু সূচিটুকু (১৬ টি বৈশিষ্ট্যের তালিকা) বলেই শেষ করবো।

 

১। ওয়া (わ) [ঐকতান] {harmony of the Japanese mentality}

২। মুজো (むじょう) [ক্ষণকালীনতা] {sentiment in the face of the changes of the seasons}

৩। ওয়াবি/সাবি (わび×さび) [সরলতা ও সুরুচিপূর্ণতা] {quintessential Japanese aesthetic}

৪। গিরি (ぎり) [মানবিক ঋণের কৃতজ্ঞতা] {reason of justice in human relationships}

৫। নিনজো (にんじょう) [মানবিক অনুভূতি] {unrestrained, overflowing feeling of love}

৬। ওন (おん) [নৈতিক ঋণ] {gratitude toward the people who gave you favors}

৭। আদা (あだ) [শত্রুতা] {enemy : revenge}

৮। উচি তো সোতো (うちとそと) [ঘর ও বাহির] {behave differently in and out}

৯। হোননে/তাতেমাএ (ほんね×たてまえ) [মনের ভাব ও প্রকাশিত রূপ] {one’s true feelings and the public face}

১০। কেনকিইয়ো (けんきょ) [বিনয়] {modesty}

১১। নেমাওয়াশি (ねまわし) [পূর্ব পরামর্শ] {prior agreement for the smooth conduct of business}

১২। তেননো (てんのう) [সম্রাট] {symbol of the Japanese state and the unity of the Japanese}

১৩। গেনগো (げんごう) [যুগের নাম] {new era begins when a new Emperor ascends the throne}

১৪। ইএ (いえ) [জাপানের চলমান পারিবারিক ধারা] {continuing family system}

১৫। কামোন (かもん) [পারিবারিক প্রতীক] {family symbol representing one’s family lineage}

১৬। গোসেনজো-সামা (ごせんぞさま) [পূর্ব পুরুষ] {cherish their ancestors}

 

১৬ দিনে ১৬ টি এন্ট্রি শেষ হবে। মাঝে মাঝে গল্পও হবে… সাথে থাকুন…

শেয়ার করুন: