জাতীয় সাঁতারের প্রথম দিন চার রেকর্ড
ম্যাক্স ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিন চারটি জাতীয় রেকর্ড হলো। সামিউল ইসলাম রাফি, যূথী আক্তার, রোমানা আক্তার ও কাজল মিয়া রেকর্ডগুলো গড়েছেন।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ড গড়ার পথে ২৬.৭৯ সেকেন্ড সময় নিয়েছেন। ২৬.৯০ সেকেন্ডের আগের রেকর্ড ছিল এ সাঁতারুর দখলেই। নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ার পথে নৌবাহিনীর যূথী আক্তার ৩২.৭৪ সেকেন্ড সময় নিয়েছেন। ২০২১ সালে এ সাঁতারুই আগের রেকর্ড গড়েছিলেন, সেটা ছিল ৩২.৭৫ সেকেন্ডের। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ার পথে কাজল মিয়া সময় নিয়েছেন ২ মিনিট ৯.৪১ সেকেন্ড। ২০২৩ সালে ২ মিনিট ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডের মালিক ছিলেন কাজল মিয়াই। নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার সময় নিলেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। ২০২১ সালে ১ মিনিট ১৯.০০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মরিয়ম আক্তারের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল এস এস আবুল কালাম আজাদ।
আসরের প্রথম দিন সাঁতারে ১০ ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৭ স্বর্ণ, ৬ রুপা এবং ৩ ব্রোঞ্জ পদক জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৩ স্বর্ণ, ৪ রুপা এবং ৫ ব্রোঞ্জ জিতেছে। বিকেএসপির অর্জনের তালিকায় ছিল ২ ব্রোঞ্জ পদক।