April 19, 2025
লেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

রোববার (১১ আগস্ট) দুপুরে নিজেই পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের কাছে জমা দিয়েছেন বলে কালবেলাকে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে অধ্যাপক মশিউর রহমান বলেন, আমার ওপর পদত্যাগের সিদ্ধান্তে কোনো চাপ ছিল না। নিজের সিদ্ধান্তেই দুপুরে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র মেইল করে দিয়েছি। এরই মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও যোগদান করেছি।

প্রসঙ্গত, অধ্যাপক মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

শেয়ার করুন: