জাতীয় দলে ফেরা এবং ‘এ’ দলের সিরিজ নিয়ে যা বললেন সোহান
নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ এই দুই ক্রিকেটারের সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ৩৪৪। সেই রান তাড়ায় সফরকারী কিউইরা মাত্র ২৫৭ রানেই গুটিয়ে গেছে। পরবর্তীতে অঙ্কনের ব্যাটিং নিয়ে প্রশংসা, নিজের ব্যাটিং ও জাতীয় দলে খেলার প্রসঙ্গে কথা বলেছেন সোহান।
ম্যাচটিতে স্বাগতিক অধিনায়ক সোহান ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি। তখনও অঙ্কন ব্যাট হাতে লড়ছিলেন। ইনিংসের শেষ ওভারে তিনি বিদায় নেন ১০৫ রান করে। ম্যাচ শেষে এই সতীর্থ সেঞ্চুরিয়ানের প্রশংসা করেছেন সোহান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দুজন মিলে ব্যাটিং করলাম। ওর সঙ্গে কথা বলতেছিলাম খেলার মাঝে, জুটিটা উপভোগ করেছি। ও খুবই ভালো ব্যাটিং করেছে।’
তিনি আরও বলেন, ‘একই সময়ে নাঈম (শেখ) এবং (এনামুল হক) বিজয় আমাদের খুব ভালো একটা শুরু এনে দিয়েছিল। ওই সময় আমরা বিশ্বাস করতে পেরেছিলাম যে ৩০০ প্লাস রান করতে পারব। অবশ্যই ওর সঙ্গে ব্যাটিং করে খুবই ভালো লেগেছে। ক্রিকেটটাকে সবসময়ই আমি টিম গেম হিসেবে ফিল করি। এখানে দল হিসেবে চিন্তা করতে হবে। ব্যক্তিগত কিছু না আমার। ওই ১০০ দিয়ে যদি আজকে ম্যাচ জিততে না পারতাম তাহলে এর কোন মূল্য থাকত না।’
‘এ’ দলের এমন সিরিজও সবসময় দরকার বলে মনে করেন সোহান, ‘অবশ্যই আমার কাছে মনে হয় যে কালচার তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধু আন্তর্জাতিক ক্রিকেট না ঘরোয়া ক্রিকেটেও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় কাজ করার অনেক কিছু আছে। অনেক জায়গায় কাজটা হবে। তখন বাংলাদেশ ক্রিকেট আল্টিমেটলি ভালো জায়গায় যাবে।’
জাতীয় দলে খেলা নিয়ে সোহান বলছিলেন, ‘অবশ্যই সব সময় কিছু কষ্ট থাকে। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা তো…আমাকে যদি বলেন যে ফরম্যাট অনুযায়ী (খেলতে) যে, ওডিআই ক্রিকেটটা অনেক বড় খেলা। অবশ্যই আমিও খুবই পছন্দ করি সত্যি কথা বলতে। অবশ্যই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারলে সবসময় ভালো লাগবে। আর দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে সবসময় নিজের কাছে ভালো লাগা কাজ করে। ম্যাচটা জিতেছি আলহামদুলিল্লাহ এবং ব্যাটিংটাও ভালো হয়েছে। দলের জন্য অবদান রাখতে পারা বড় বিষয়।’
আধুনিক ক্রিকেটে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় বলেও জানান এই উইকেটরক্ষক ব্যাটার, ‘আলহামদুলিল্লাহ পারফর্মটা ক্যারি করা গুরুত্বপূর্ণ। আর সবসময় নিজের যে ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। ভালো যাচ্ছে দেখে যে কাজ করার জায়গা নাই সেটা না। অবশ্যই কাজ করার জায়গা আছে। আর আধুনিক ক্রিকেটে আপনাকে প্রতিনিয়তই পরিবর্তন করতে হবে।