January 13, 2026
আন্তর্জাতিক

জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা দিলো ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা। বুধবার (২৫ জুন) ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ কথা জানানো হয়। আইডিএফ জানিয়েছে, ‘অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা’ চলাকালে ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত নাগরিকদের কাছে ওই বার্তা পৌঁছে যায়।

তারা আরও জানিয়েছে, ওই বার্তার ফলে নিরাপত্তাজনিত কোনো সমস্যা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন: