ছাদখোলা বাসে পথে পথে ভালোবাসায় সিক্ত সাফজয়ী চ্যাম্পিয়নরা
শিরোপাজয়ীদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে আজ দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
জাতীয় দলের সাবিনা খাতুন টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন। সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’
বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল। বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।
বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।