চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর খুব বেশি সময় বাকি নেই। ৫ দিন পরই পাকিস্তানবনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে খেলা। আইসিসির এ টুর্নামেন্টে খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগে টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে খেলবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবেন টাইগারা, দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আসন্ন এ টুর্নামেন্টে বাংলাদেশের সহ-অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ। গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি শান্ত, তখন নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনিই ছিলেন নেতা।
শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টেও মিরাজই দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি হিসেবে কাজ করবেন এই অলরাউন্ডার। মিরাজের নেতৃত্বে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।