August 15, 2025
খেলাধুলা

চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি, নিচ্ছে আইনি পদক্ষেপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ‘চিটাগং কিংস’ ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করেছে। প্রতিষ্ঠানটির কাছে এখন মোট ৪৬ কোটি টাকা (৩৭.৮২ মিলিয়ন মার্কিন ডলার) পাওনা আদায়ের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ২০১২ ও ২০১৩ সালের বিপিএলের প্রথম দুই আসরে এসকিউ স্পোর্টস ধারাবাহিকভাবে আর্থিক ও আইনি দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি, ট্যাক্স, খেলোয়াড় ও কোচদের বেতন, এবং হোটেলসহ অন্যান্য খরচ।

বছরের পর বছর একাধিকবার নোটিশ পাঠানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বিসিবি একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে ৩.৫ কোটি টাকা পরিশোধ করে বিষয়টি নিষ্পত্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এসকিউ স্পোর্টস নির্ধারিত সময়েও কোনো অর্থ পরিশোধ না করায়, ২০২৫ সালের ২২ জুলাই বিসিবি ওই সমঝোতা বাতিল করে।

বিসিবি জানিয়েছে, বর্তমানে যে ৩৭.৮২ লাখ ডলারের দাবি করা হয়েছে, তার মধ্যে মূল বকেয়া রয়েছে ১৫.৫ লাখ ডলার, আর বাকি ২২.৩২ লাখ ডলার হচ্ছে ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুদ, মুদ্রার মান কমে যাওয়ার প্রভাব এবং ফ্র্যাঞ্চাইজির পক্ষে বিসিবির পরিশোধ করা খরচ।

এছাড়া, এসকিউ স্পোর্টস ১১তম বিপিএলের সময়ও খেলোয়াড়, কোচ, হোটেল ও সরবরাহকারীদের অর্থ পরিশোধ করেনি বলে বিসিবি অভিযোগ করেছে। বোর্ড জানিয়েছে, তারা পাওনা আদায়ে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে।

 

শেয়ার করুন: