চলতি মাসে প্রেক্ষাগৃহে আসছে চার সিনেমা
কোরবানির ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দুটি এখনও ‘মাতিয়ে’ রেখেছে প্রেক্ষাগৃহ। ঈদের একমাস পরেও প্রেক্ষাগৃহ গুলোতে দাপটের সঙ্গে চলছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি। এই সাফল্যে নতুন করে আবার ছবি নির্মাণ ও মুক্তিতে আগ্রহী হয়ে উঠেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এদিকে চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আরও চারটি সিনেমা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘গোয়িং হোম’, ১৮ আগস্ট ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘ ১৯৭১ সেইসব দিন’ এবং ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘এম আর নাইন’ সিনেমা।
‘গোয়িং হোম’ সিনেমাটির নির্মাতা ও প্রযোজক দুইই সোহেল রানার সন্তান মাশরুর পারভেজ । সিনেমাটি সম্পর্কে মাশরুর পারভেজ জানান, এটা ৯০ মিনিটের সিনেমা। এজন্য সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার টার্গেট আছে। এখানে ভালো ব্যবসা করলে পরে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চাই।
অন্যদিকে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের সিনেমা বানিয়েছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা। ইতিমধ্যেই এ সিনেমার দুটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
জনপ্রিয় ফিকশনাল চরিত্রগুলোর একটা গোয়েন্দা মাসুদ রানা। এত বছর পর কাজী আনোয়ার হোসেনের লেখা সেই চরিত্রের ওপর ভিত্তি করে আসছে ‘এম আর নাইন’। আগামী ২৫ আগস্ট আসছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পাই, মাসুদ রানা। আসিফ আকবরের পরিচালনায় এ সিনেমায় আছেন একঝাঁক দেশি-বিদেশি তারকা। অ্যাকশন ঘরানার এ সিনেমায় মুখ্য ভূমিকা অর্থাৎ মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন এবিএম সুমন, খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ফ্র্যাঙ্কো গ্রিলো। এছাড়া আছেন সাক্ষী প্রধান, রেমি গ্রিলো, কেলি গেসনসহ আরও অনেকে।