চলতি অর্থবছরের দুই মাসে ভোমরা বন্দরে রাজস্ব আয় ১৪৯ কোটি টাকা
চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে নতুন অর্থ বছর শুরুর দুই মাসে প্রায় ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে স্থলবন্দরটি। এ সময় দুই মাসে মোট রাজস্ব আয় হয়েছে ১৪৯ কোটি টাকা। এরফলে গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায়ও চলতি অর্থ বছরের শুরুতেই ৫৪ কোটি ৪৬ লাখ টাকা রাজস্ব আয় বেড়েছে। ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে তাই রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১১১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৫ কোটি ২৬ লাখ ও আগস্টে ৬৬ কোটি ১ লাখ টাকা। সেখানে গেল দুই মাসে রাজস্ব আদায় হয়েছে ১৪৯ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫৫২ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬০ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৫৫২ এবং আগস্টে ৮৮ কোটি ৩৭ লাখ টাকা। যা দুই মাসের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েও ৩৭ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৫২ টাকা বেশি। তবে গত ২০২২-২৩ প্রথম দুই মাসের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৫৪ কোটি ৪৬ লাখ টাকা।
সূত্রটি আরো জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয়েছিলো ৯৪ কোটি ৭৭ লাখ। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৫৫১ টাকা এবং আগস্টে ৫০ কোটি ৩ লাখ টাকা। এবার চলতি ২০২৩-২৪ অর্থবছর শুরুর দুই মাসে রাজস্ব আয় বেড়েছ আগের তুলনায় বেশি। যার পরিমাণ ১৪৯ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫৫২ টাকা।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ব্যবসা বাণিজ্যে তথা আমদানি রপ্তানিতে খুবই সম্ভাবনাময় ভোমরা বন্দর। গেল দুই মাসে সরকারের রাজস্ব বেড়েছে। তবে বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীদের যদি সকল ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হতো তাহলে রাজস্ব আয় আরো অনেকাংশে বাড়তো বলে জানান ওই ব্যবসায়ী নেতা।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার রায় চলতি অর্থবছরের গেল দুই মাসে রাজস্ব আয় বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি রপ্তানি বাড়ায় রাজস্ব আদায় বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে গত বছরের তুলনায় এবার রাজস্ব আদায় কয়েক গুণ বেড়ে যাবে।