November 26, 2024
লেটেস্টশীর্ষ সংবাদ

চট্টগ্রামে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার বিএনপির বিক্ষোভ

দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২১ জুলাই) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

এদিকে, পুলিশ আজ বিএনপিকে নূর মোহাম্মদ রোডের দলীয় কার্যালয়ের সামনে শোক র‌্যালি করতে দেয়নি। পুলিশের অনুমতি না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন গণমাধমকে বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে শোক র‌্যালির জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি। আমাদের কার্যালয়ে গতকাল আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টায় আমরা বিক্ষোভ করব।

উল্লেখ, বুধবার (১৯ জুলাই) চট্টগ্রামে নৌকার প্রার্থীর ক্যাম্প ভাঙচুর ও নেতা–কর্মীদের মারধর করার পর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় বিএনপির কার্যালয়ের বাইরে টাঙানো ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দিয়েছেন হামলাকারীরা। গতকাল সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে নগরের নাসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা হয়েছে।

দক্ষিণাঞ্চল অনলাইন ডেস্ক

শেয়ার করুন: