November 23, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

গ্যাবনে ফ্রান্সপন্থী সরকারের পতনে রাজপথে জনগণের উল্লাস

পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট আলি বঙ্গোর নেতৃত্বাধীন ফ্রান্সপন্থী সরকারের পতন হওয়ায় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে। স্থানীয় গণমাধ্যগুলো এ তথ্য দিয়েছে।

গতকাল (বুধবার) সামরিক অভ্যুত্থান হওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানী লিবরেভিলে’সহ আরো অনেক শহরের জনগণ রাস্তায় নেমে আসে।

বুধবারই গ্যাবনের একদল সেনা কর্মকর্তা ঘোষণা করেন যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং প্রেসিডেন্ট আলি বঙ্গোকে গৃহবন্দী করেছেন। গ্যাবনে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।

এর আগে গ্যাবনের নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে। কিন্তু সামরিক বাহিনী বলছে, নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি বরং এই নির্বাচনী ফলাফলের ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে।

সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এসব কর্মকর্তা গ্যাবন-২৪ টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হলো, সংসদ ও সংবিধান স্থগিত করা হলো এবং দেশের সীমানা বন্ধ করে দেওয়া হলো।

সামরিক বাহিনীর এসব কর্মকর্তা দাবি করেছেন, তারা গ্যাবনের সমস্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।

ইন্টারন্যাশনাল ডেস্ক

শেয়ার করুন: