August 21, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

গুরুত্বপূর্ণ সংস্কার উপস্থাপন করতে বুকলেট প্রকাশ

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগসমূহ উপস্থাপন করতে বুকলেট প্রকাশ করেছে সরকার।

বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুকলেটটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগসমূহ উপস্থাপন করে। এসব সংস্কার অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

তিনি জানান, এ সংকলনটি ১৫ জুন ২০২৫ পর্যন্ত সময়ের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে, যা একটি চলমান ও বিকাশমান প্রক্রিয়ার অংশ। এটি কোনো পূর্ণাঙ্গ তালিকা নয় বরং একটি জীবন্ত দলিল যা সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত হালনাগাদ করা হবে।

শেয়ার করুন: