গুরবাজের সেঞ্চুরিতে ম্লান মাহমুদউল্লাহ, সিরিজ হার বাংলাদেশের
জয়ের জন্য শেষ দুই ওভারে ৬ রান দরকার ছিল আফগানিস্তানের। ৪৯তম ওভারে শরিফুল ইসলামের দ্বিতীয় বলে লং অন দিয়ে ছক্কা মেরে ১০ বল হাতে রেখে আফগানিস্তানকে ৫ উইকেটের দারুণ জয় এনে দেন ৭০ রানে অপরাজিত থাকা ওমরজাই। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতল আফগানিস্তান। এটি টানা তাদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।
বাংলাদেশের করা ২৪৪ রান ১০ বল বাকি থাকতেই টপকে গেছে আফগানরা। বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় লড়াই করার পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে এসে ২-১ ব্যবধানেই সিরিজ জিতেছিল তারা। আর সব মিলিয়ে আফগানদের এটি টানা তৃতীয় সিরিজ জয়।
রান তাড়ায় একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রহমানউল্লাহ গুরবাজ। তাকে একের পর এক সুযোগ দিয়ে কাজ করতে থাকে বাংলাদেশের ফিল্ডার।
একাধিক জীবন পেয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওমরজাইয়ের সঙ্গে তিনি গড়েন ১০০ রানের জুটি।
গুরবাজ ফেরার পর মোহাম্মাদ নবিকে নিয়ে বাকি কাজ সারেন ওমরজাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা দুজন ৪৮ বলে যোগ করেন ৫৮ রান। ওমরজাই ৭৭ বলে ৭০ ও নাবি ২৭ বলে ৩৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। অভিষেকে গতির পসরা সাজিয়ে নজর কাড়েন নাহিদ। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন নাসুম আহমেদ।