November 17, 2024
টেকনোলজি

গুগল ম্যাপে নতুন ফিচার: যাত্রাপথের আবহাওয়া ও নিরাপত্তা কেমন জানা যাবে

সার্চ ইঞ্জিন গুগল তাদের জনপ্রিয় পরিষেবা ম্যাপে নতুন একগুচ্ছ ফিচার আনল। যা ব্যবহারকারীদের শপিং এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরো সহজ এবং উন্নত করবে। একই সঙ্গে যাত্রাপথের আবহাওয়া কেমন থাকবে, পথটি নিরাপদ কিনা তাও জানা যাবে।

এই নতুন আপডেটগুলো বিশেষ করে আসন্ন ভ্রমণ মৌসুমে ব্যবহারকারীদের জন্য উপকারী হতে চলেছে। এখন থেকে ব্যবহারকারীরা গুগল ম্যাপে নির্দিষ্ট পণ্য খুঁজে পেতে এবং দোকানে পৌঁছানোর আগে পণ্যের প্রাপ্যতা চেক করতে পারবেন।

একই সঙ্গে গুগল ম্যাপসের নেভিগেশন অ্যাপে একটি নতুন ‘ট্রেলার-ফ্রেন্ডলি রুট’ ফিচারও যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের কিছু অস্বাভাবিক বাধা বা সুরঙ্গ এড়িয়ে চলতে সাহায্য করবে, বিশেষ করে যেসব অঞ্চলে এই ফিচার সাপোর্ট করে।

নতুন পণ্য খোঁজার ফিচার

গুগল ম্যাপসের ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, এখন ব্যবহারকারীরা গুগল ম্যাপে পণ্যের জন্য অনুসন্ধান করতে পারবেন এবং সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে সে সম্পর্কেও তথ্য পাবে। নতুন ‘পণ্য অনুসন্ধান’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের পণ্য যেমন ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, বই ইত্যাদি খুঁজে দেখতে পারবেন এবং সেগুলো কোথায় উপলব্ধ, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এর ফলে কোনও দোকানে সেই পণ্যটি পাওয়া যাচ্ছে কিনা, এবং সেই পণ্যটি কিনতে যেতে যথাযত সময় ও স্থান বাঁচাতে পারবেন ব্যবহারকারীরা।

যাত্রাপথ পরিকল্পনা ফিচার

এছাড়া গুগল আগেই একটি ফিচার চালু করেছিল, যা ব্যবহারকারীদের যাত্রাপথ পরিকল্পনা করতে সাহায্য করে। এতে ব্যবহারকারীরা রেস্টুরেন্ট, রেস্ট স্টপ, কফি শপ, গ্যাস স্টেশন, মুদি দোকান ইত্যাদি জায়গাগুলো অন্তর্ভুক্ত করে যাত্রা পরিকল্পনা করতে পারতেন। এবার গুগল ম্যাপসে একটি নতুন আপডেট এসেছে, যেখানে বৈদ্যুতিক গাড়ির (ইভি) মালিকরা তাদের যাত্রাপথে চার্জিং স্টেশন যুক্ত করতে পারবেন।

গুগল ম্যাপস স্বয়ংক্রিয়ভাবে সেই গাড়ির জন্য উপযুক্ত চার্জিং স্টেশনগুলো দেখাবে, যাতে কোনো সমস্যা ছাড়াই ব্যবহারকারীরা তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন।

ট্রেলার-ফ্রেন্ডলি রুটস

গুগল ম্যাপসে যুক্ত নতুন একটি বৈশিষ্ট্য হল ট্রেলার-ফ্রেন্ডলি রুটস। এই ফিচারটি বিশেষভাবে ট্রেলার সংযুক্ত গাড়ি চালকদের জন্য ডিজাইন করা হয়েছে। এখন উত্তর আমেরিকায় ২০২৪ মডেলের Chevy Tahoe, Chevy Suburban এবং GMC Yukon গাড়ির মালিকরা গুগল ম্যাপে তাদের ট্রেইলারের সাইজ ইনপুট করতে পারবেন।

এরপরে সেই অনুযায়ী নেভিগেশন সিস্টেম এমন রুট সাজেস্ট করবে, যা কম উচ্চতার সেতু বা সুরঙ্গ এড়িয়ে চলতে সাহায্য করবে। এর ফলে ট্রেলার চালকদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক যাত্রাপথ পাওয়া যাবে।

অন্যান্য নতুন ফিচার

গুগল ম্যাপে আরও কিছু নতুন ফিচারও যুক্ত করা হয়েছে। যেমন আবহাওয়া সম্পর্কিত সতর্কতা, স্থানীয় পরিবহন স্থানে বিলম্বের রিপোর্ট এবং গুগল ফ্লাইটসে ‘সস্তা’ ট্যাব। এছাড়াও, গুগল ম্যাপসের ‘ইমারসিভ ভিউ’ এবং এআই-চালিত ‘জেমিনি অ্যাসিস্ট্যান্ট’-এর মাধ্যমে যাত্রাপথ বা ভ্রমণের পরিকল্পনাও করা যেতে পারে। এই ফিচারগুলি ব্যবহারকারীদের আরও সাশ্রয়ী ও সুবিধাজনক অভিজ্ঞতা দেবে।

নিরাপত্তা ও আরও উন্নত অভিজ্ঞতা

গুগল ম্যাপস ব্যবহারকারীদের শপিং, যাতায়াত এবং বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় ফিচারের মাধ্যমে আরও উন্নত এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে। ভ্রমণ মৌসুমে যখন মানুষের যাতায়াত বেশি থাকে, তখন এই নতুন ফিচারগুলো বিশেষভাবে উপকারি হতে চলেছে।

শেয়ার করুন: