February 3, 2025
বিনোদন জগৎ

গানের রিয়েলিটি শোয়ের নামে ভেলপুরি বিক্রি করছে: কৈলাস খের

শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোনালি ঠাকুরের মতো কণ্ঠশিল্পীরা উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। ‘জি সারেগামাপা’, ‘ইন্ডিয়ান আইডল’, ‘ফেম গুরুকুল’-এর মতো শোগুলো বেশ নাম করেছিল ভারতে। এবার সেই রিয়েলিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় গায়ক কৈলাস খেরের। 

তিনি বলেন, “এই রিয়েলিটি শোগুলোকে মিউজিক রিয়েলিটি শো বলে চালানো হচ্ছে। আর বড় সংস্থাগুলো সেখানে বিনিয়োগ করছে। ওখানে তো ফিল্মি গান ছাড়া কিছুই হয় না। সংগীত সাধনার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তার মধ্যে ২ শতাংশ রয়েছে, যারা ভেলপুরি বিক্রি করছে গানের রিয়ালিটি শোয়ের নামে।”

শুধু কৈলাস নন, সুনিধি চৌহানও তোপ দেগেছেন রিয়েলিটি শো নিয়ে। অমিত কুমার বলেছিলেন, “মোটা অঙ্কের বিনিময়ে বর্তমানে বিচারকরা প্রতিযোগীদের ভুয়া প্রশংসা করেন। চিত্রনাট্য অনুযায়ী ক্যামেরার সামনে কেঁদেও ফেলেন! সবটাই আসলে দর্শক টানার স্ট্র্যাটেজি।”

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কৈলাস। তাকে রিয়েলিটি শোগুলোতে বিচারকের আসনে দেখা যায় না। কারণ জানতে চাইলে বিস্ফোরক মন্তব্য করে বসেন গায়ক।

শেয়ার করুন: