গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন টিনা
মৌলিক গানের পাশাপাশি ইদানীং কাভার গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী টিনা রাসেল। মূলত নিজের পছন্দের গানগুলো নতুন আয়োজনে গাইছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট উন্মুক্ত করলেন নতুন করে পুরোনো একটি জনপ্রিয় গান। ‘এ কোন ব্যথায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। সৈয়দ আওলাদের লেখা গানটির সুর-সংগীত করেছিলেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কাভারের জন্য সেই গান বেছে নেওয়ার কারণ কী? টিনা রাসেল বললেন, ‘এই গানের ক্যাসেট যখন বের হয়, আমি তখন অনেক ছোট। আমার বড় বোন ক্যাসেটটা কিনে এনেছিল। তার প্রিয় শিল্পী ছিলেন জুয়েল ভাই।
সেই সূত্রে রেকর্ড প্লেয়ারে প্রথমবার এই গান শুনেছিলাম। শুনে এত ভালো লেগেছিল যে গানটার প্রতিটি শব্দ আমার মুখস্থ ছিল।
সুতরাং এই গানের সঙ্গে আমার ওই সময়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমার মনে হয়েছে, এমন গান কাভার করব, যেটা আসলে আমার গলায় বসে গেছে। নতুন ট্রেন্ড ফলো করে, কোনো গান ভাইরাল হয়েছে বলে সেটা কাভার করব, এমনটা মনে করি না আমি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিনা রাসেলের কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন গানটির মূল শিল্পী জুয়েল। গানটিকে নতুন করে গাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। সোশ্যাল হ্যান্ডেলে গানটি শেয়ার করে লেখেন, ‘ধন্যবাদ টিনা রাসেল। খুবই সুন্দর গেয়েছো।’
কাভার গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন টিনা রাসেল। এ প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘বাচ্চু ভাইয়ের জীবনের শেষ দিকে “বর্ণে গন্ধে” শিরোনামের একটি গান কাভার করিয়েছিলেন আমাকে দিয়ে। সেই প্রথম কোনো কাভার গানে গিটার প্লে করেছিলেন তিনি। গানটির রেকর্ডিংয়ের মুহূর্তগুলো এখনো আমার কাছে আছে, মাঝেমধ্যে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করি। এই আবেগের জায়গা থেকেই গানটি গাওয়া এবং তাকে উৎসর্গ করা।’
‘এ কোন ব্যথায়’ গানের নতুন সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। ভিডিও ধারণ করেছেন গাজী শাহজাহান। ঘরোয়া পরিবেশে ভিডিওটি ধারণ করা হয়েছে।
বিনোদন ডেস্ক