November 26, 2025
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ‘খুব কাছে’: দাবি ট্রাম্পের

ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজায় যুদ্ধবিরতির বিষয়টি ‘খুব কাছে’ এবং শিগগির ‘খুব ভালো খবর’ আসতে পারে।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে গাজার বিষয়ে আমরা বড় অগ্রগতি করছি। বিশেষ করে ইরানে আমরা যে হামলা চালিয়েছি, সেটার পর।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনাও কিছুটা বাড়িয়েছে। ‘এটি কিছুটা সহায়তা করেছে। তবে সত্যি বলতে, এর আগেই আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলাম,’ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার এই বিষয়ে আলোচনা হয়েছে। উইটকফের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি আমাকে বলেছেন গাজার যুদ্ধবিরতির বিষয়টি খুবই কাছে। স্টিভ এই বিষয়ে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি।

শেয়ার করুন: