গত ১৬ মাসে দেশে একটিও গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। গত ১৬ মাসে দেশে একটিও গুমের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা মামলা করেনি।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বৃহত্তর যশোর সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব বলেন অ্যাটর্নি জেনারেল।
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বাংলাদেশে আমরা ভোট দিতে পারতাম না। গত ১৬ বছরে ৭০০ এর বেশি মানুষকে গুম করা হয়েছে। সাড়ে চার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, ৭০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা করা হয়েছে। ভোটের নামে প্রহসন করা হয়েছে। রাতের আঁধারে মৃত ব্যক্তিও এসে ভোট দিয়ে গেছে। এমন বাংলাদেশ থেকে আবু সাঈদ ও মুগ্ধদের তরতাজা রক্তের বিনিময়ে মুক্ত হয়েছি। ৩৬ দিনে এক হাজার ৪০০ এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ৩৫ হাজার মানুষ পঙ্গু হয়েছে।
যশোর প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন অভিমান করে বৃহত্তর যশোর সমিতিতে আসিনি। আমি এখনও যশোর সমিতির সদস্য হইনি রাজনৈতিক জেদ থেকে। যশোর সমিতিকে আধুনিক ও সুন্দর সমিতিতে রূপান্তর করার চেষ্টা করেছি। আগে স্বপ্ন দেখেছি যশোর সমিতি মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্নের কাছাকাছি এসেছে।
আসাদুজ্জামান বলেন, যশোর সমিতি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, কেউ যেন দুর্বৃত্তপনা করতে না পারে; সেজন্য সজাগ থাকতে হবে। যশোর সমিতি হবে যশোর আপামর মানুষের ভরসা এবং আস্থার ঠিকানা।
আসাদুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি, যশোরকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করাতে। যশোর এতদিন অবহেলিত ছিল, এখন আর সেই সময় নেই। ইতোমধ্যে যশোরে গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যশোরকে পিছিয়ে রাখা যাবে না। আমরা ন্যায্য হিস্যা চাই। চোরাবালির সন্ধিক্ষণ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলমসহ প্রমুখ।

