May 24, 2025
খেলাধুলা

গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমনকে একাদশে না রাখার কারণ জানাল বিসিবি

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। এদিন একাদশে ৪ পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। একাদশে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ইমন। মাত্র ৫৪ বলে খেলেন ১০০ রানের দারুণ এক ইনিংস। সেদিন এমন পারফরম্যান্সের পর অবশ্য ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার একাদশে না থাকার কারণ জানাল বিসিবি।

বিসিবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে  ব্যাট করার সময় বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমন বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি মাঠে নামেননি।

আজ ইমনের ফিটনেস পরীক্ষা করা হয় এবং তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়। তবে সতর্কতার অংশ হিসেবে টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচের জন্য তাকে একাদশে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন: