‘গণঅভ্যুত্থানে আ.লীগের বর্বরতা ’৭১ এর নৃশংসতাকে স্মরণ করিয়ে দেয়’
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্বরতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির ওপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি বলেন, একাত্তরের মতোই ছাত্র-জনতা অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে রাস্তায় নেমে এসেছিল। টানা ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হতে বাধ্য হয়
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার জুলাই-জাগরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। দৈনিক প্রথম আলো এই প্রদর্শনীর আয়োজন করে।
শারমীন এস মুরশিদ বলেন, স্বাধীনতার ৫০ বছরেও একাত্তরের ইতিহাস সুরক্ষা হলো না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী তরুণদের মূল্যায়ন করা হয়নি। মিথ্যার ওপর ভর করে ১৬ বছর রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ সরকার। তারা ইতিহাস সুরক্ষা করেনি।
জুলাই গণঅভ্যুত্থানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনে অংশ গ্রহনকারী ছাত্র-জনতার মধ্যে অনেকে জীবন দিয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন, আবার অনেকে অন্ধ হয়ে জীবন কাটাচ্ছেন, তাদের মূল্যায়ন করতে হবে। আন্দোলনে আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যেন হারিয়ে না যায়। এ ইতিহাস বিকৃত হতে দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থানে আমাদের মেয়েরা অংশ নিয়েছিল, তাদেরকেও মূল্যায়ন করতে হবে। ইতিহাস সুরক্ষা করতে হবে।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ছাত্র সমাজের প্রতি অতীতে অনেক অন্যায় করা হয়েছে। তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। এখন সুযোগ এসেছে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী বাংলাদেশ গড়ার। সকলে মিলেই এ বাংলাদেশ গড়তে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ প্রমুখ। উদ্বোধন শেষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনী চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা হতে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা হতে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
প্রদর্শনীতে প্রথম আলো ৩০টি ফটোগ্রাফি স্থান পেয়েছে। এছাড়া জুলাই আন্দোলনকালের ১৬ দিনের পত্রিকার প্রথম পাতা, জুলাই-আগস্ট উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা, ১৫টি নিউজ কাটিং প্রদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে। আন্দোলনে ছয় শহীদের ব্যবহৃত পোশাক, জামা-জুতা, হাত ঘড়ি, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র প্রদর্শনীতে রয়েছে।