April 21, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনা-৫ আসনে আ’লীগের প্রার্থী হতে আজগর বিশ্বাস তারার মনোনয়ন জমা

দ. প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. আজগর বিশ্বাস তারা। গতকাল সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন পূরণ করে জমা দেন তিনি। এর আগে সোমবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রায়হান হাসান, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্রথ বাছাড়, জেলা আ’লীগের কর্মী মোঃ আতিকুজ্জামান মুরাদ ও শেখ মাহিদুর রহমান, জেলা যুবলীগের কর্মী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন মিঠু, বিশ্বাস প্রোপার্টিজের ডিরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন প্যারিস, ডিরেক্টর এডমিন শিকদার আশিকুর রহমান, আব্দুল মালেক পিন্টু, ধীলন পাল প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: