খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর প্রশিক্ষণ কর্মসূচী শুরু
দু’দিনব্যাপী Teaching Learning under OBE Framework শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে শুরু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি‘র ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রশিক্ষণ কর্মসূচী।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যজ্ঞব্যক্তি প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও ড. রাজীব লোচন দাস, অতিরিক্ত পরিচালক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, ঢাকা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি হয়তো উদ্যোগ নিয়েছি কিন্তু তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আপনারাই মূলত: বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় সুখ্যাতি অর্জনে সাহায্য করেছেন। কিন্তু মনে রাখতে হবে, উৎকর্ষের পথ শ্রমসাধ্য, আমাদেরকে ক্রমাগত উন্নতি করে যেতে হবে। আমাদেরকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ, তথ্যজ্ঞ ব্যক্তিবর্গ, আইকিউএসির কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ দিয়ে সভাপতি, আইকিউএসি’র পরিচালক, প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার বলেন, আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে অকুন্ঠভাবে সাহায্য করেন বলেই আমরা সফলভাবে সবগুলি প্রশিক্ষণ ও কর্মশালা সারা বছরধরে সাফল্যের সাথে বাস্তবায়ন করতে পারি। উপাচার্যের গতিশীলতা ও তাৎক্ষণিকতার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, বিশেষ করে, উপাচার্য মহোদয়ের কাছে যখন যে বিষয়টি আমরা উপস্থাপন করি, তিনি তখনই তাতে তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করে আমাদেরকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন।
আইকিউএসি সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে অর্থাৎ আগামী ৩০ জুন, ২০২৪ সাল সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট প্রাপ্তি সাপেক্ষে ৬০ কর্মদিবসে, বিভিন্ন শিরোনামে আনুমানিক ৪৫টি ইভেন্ট বাস্তবায়ন করবে, যাতে গতবছরের ধারাবাহিকতায় কমপক্ষে ৪,১৩০ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি আইকিউএসির প্রশিক্ষণের আওতায় থাকবেন।