খুলনা জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা ও ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.৩০টায় কোরআন তেলওিয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোঃ এনায়েত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা আ’লীগের সহ-সভাপতি বিএম আব্দুস সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্যবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
যাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ (৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সময় উপস্থিত ছিলেন), বীর মুক্তিযোদ্ধা এনায়েত আলী, বিশিষ্ট আইনজীবি (৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সময় উপস্থিত ছিলেন) তার পক্ষে সংবর্ধনা গ্রহণ করেন কার তনয়া নাহিদুর নূর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর কমান্ডার মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, সরদার মাহাবুবার রহমান, কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন বাবু, কমান্ডার পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড,খুলনা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবজাল হোসেন, কমান্ডার বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা মহিত চন্দ্র রায়, কমান্ডার দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, কমান্ডার তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাডঃ মোঃ কেরামত আলী, কমান্ডার কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ রশিদ, কমান্ডার দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, কমান্ডার ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা, কমান্ডার রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, কমান্ডার ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা, বীর মুক্তিযোদ্ধা মহিত চন্দ্র রায়, কমান্ডার দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, খুলনা। সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান (উপ-সচিব), প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, খুলনা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়