November 23, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বেসরকারি জুট মিলের শ্রমিকদের ভূখা মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি
শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে আগামী ৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রম ও খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৫টায় থালা, বাসন হাতে নিয়ে ভূখা মিছিল বের করে শ্রমিকরা। মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শিরোমনি শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, লিয়াকত মুন্সি, নিজামউদ্দিন, কাবিল হোসেন, মোঃ কেসমত আলী, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), মোঃ আলাউদ্দিন, শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, খায়রুল আলম, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, হোসেন, সেলিম আকুঞ্জি, কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ ফরহাদ মোড়ল। কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রেলিগেটস্থ বাসবভনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বেসরকারী জুট মিলের শ্রমিক নেতারা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *