November 23, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় প্রবাসীর বসতবাড়ি দখল ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দ. প্রতিবেদক
নিজ বসতবাড়ি দখল ও লুটপাটের প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর খালিশপুর থানাধীন চরেরহাট এলাকার আশরাফ আলী বিশ্বাসের মেয়ে ফরিদা পারভীন শিমুল।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, খুলনা পকেট গেটের সামনে ২০০৬ সালের ২২ অক্টোবর চতুর্দিকে পাকা প্রাচীরসহ একখন্ড জমি ক্রয় করেন সুইডেন প্রবাসী ফরিদা পারভীন শিমুল। ক্রয়কৃত জমি কেএমপি’র লবণচরা থানার কৃষ্ণনগর মৌজার এস.এ ৮১১নং খতিয়নে ৫৯৮ দাগের। জমির পরিমাণ শূন্য দশমিক ৮২৫ শতক। দলিল নং ৩৪৩৩। তিনি এ জমির নামপত্তন করে খাজনা পরিশোধ করে আসছেন। তার অবর্তমানে ওই বাড়িতে সুইডেন প্রবাসীর মা ও একজন কাজের লোক ওই বাড়িতে বাস করতেন। সুইডেন থেকে যখন তিনি দেশে আসেন তখন ওই বাড়িতে এসে থাকেন। পাশাপাশি অন্য ফ্লাটে তার ভাই-বোন বসবাস করতেন এবং সামনের চারটি দোকান তিনি পাইকগাছা উপজেলার কাচিকাটা গ্রামের মৃত বাঁচা মোড়লের ছেলে মোঃ রাসেল মোড়লের কাছে ২৫ হাজার টাকা মৌখিক চুক্তিতে মাসিক ভাড়া প্রদান করেন।
ওই রাসেল মোড়ল প্রবাসী ব্যক্তির অনুপস্থিতিতে কাজের লোককে বিভিন্নভাবে জীবননাশের হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকে এবং তার মাতাকে মানসিকভাবে অত্যাচার করে বাড়ি ছাড়া করেন। এই সুযোগে রাসেল মোড়ল প্রবাসীর বাড়িঘর দখল করে মাসিক ভাড়া বন্ধ করে দেয়। তার আত্মীয়-স্বজন ভাড়ার টাকা আনতে গেলে দাদের মারধর করে জীবননাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।
২০২১ সালের ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। পরের দিন ওই বসতবাড়িতে গিয়ে দেখেন তার জমিতে কোনো স্থপনা নেই। অভিযুক্ত ব্যক্তিরা ওই বাড়ির সকল জিনিসপত্র ও গাছপালা কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল কয়েক লাখ টাকা। বাড়ি ভেঙ্গেছে যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। ঘরের আসবাবপত্র ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়া আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬২/২০২১ইং (লবণচরা থানা)।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *