May 10, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় চকলেটের লোভ দেখিয়ে শিশুর শ্লীলতাহানি, আটক ১

দ. প্রতিবেদক
খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাসানবাগ এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মোঃ ইউসুফ মোড়ল (৫০) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত করিম মোড়লের ছেলে। এ ঘটনায় আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই মোসাঃ চামেলি খাতুন বলেন, মোঃ ইউসুফ মোড়ল নামের ওই মুদি দোকানি তার বাসার ভাড়াটিয়ার ৫ বছরের মেয়েকে বিভিন্ন সময়ে চকলেট, ললিপপের লোভ দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতো। সর্বশেষ মঙ্গলবার রাতে সে ওই মেয়েটির সাথে এমন ঘটনা ঘটায়। বিষয়টি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে আসামিকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, অভিযোগ পাওয়ার পরই সত্যতা যাচাই করে ইউসুফ মোড়লকে আটক করা হয়েছে। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *