April 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় খুকুমনি হত্যা মামলার প্রধান আসামী স্বামী গ্রেফতার

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে স্ত্রী খুকুমনিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ কামরুল ইসলাম স্বাধীন @ কামরুল (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। গত সোমবার গভীর রাতে সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল ওই এলাকার দেলোয়ার হোসেন ও তহমিনা দম্পতির ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক মাদ্রসা রোডে কামরুল ইসলাম স্বাধীন তার স্ত্রী খুকুমনিকে পারিবারিক কলহের জেরে মারপিট করে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ঢাকায় ভর্তি করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে। এ বিষয়ে ভিকটিমের মা শিউলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়ান্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আল ফারুক এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *