September 19, 2024
আঞ্চলিক

খুলনার পাইকগাছায় বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত

খুলনার পাইকগাছা উপজেলায় উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালি নগর গ্রামে এ বাঁধটি ভেঙে যায় বলে খুলনা পানিউন্নয়ন বোর্ডের (পওর-২) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কালিনগর গ্রামের পাশেই ভদ্র নদী। দুপুরের দিকে সেখানে পানি উন্নয়ন বোর্ডের উপকূল রক্ষার বেড়িবাঁধের প্রায় ২০০ হাতের মতো ভেঙে যায়। এ সময় ১৩টি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে।

প্লাবিত গ্রাম গুলো হল- কালিনগর, গোপীপাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগীরদানা,দুর্গাপুর, দারুল মল্লিক, হাবিখোলা ও নোয়াই।

দেলুটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পলাশ রায় বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে কালি নগর গ্রামে ভদ্র নদী ভাঙন শুরু হয়। ভাটার সময় আমি স্থানীয় লোকজন নিয়ে বাঁধগুলো সংস্কারের চেষ্টা করছিলাম।”

“দুপুরের দিকে জোয়ার আসলে গ্রামের বাঁধটি প্রায় ২০০ হাতের মত ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়। এতে গ্রামের মানুষের চিংড়ির ঘের, বাড়িঘর ও গবাদিপশু পানিতে ভেসে যাচ্ছে।”

পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল বলেন, “পাইকগাছার কালিনগর গ্রামের বাঁধ ভাঙার খবর পেয়ে সেখানে ভেকু পাঠানো হয়েছে। ভাটা হলে সেখানে রিং-বাঁধ দিয়ে জোয়ার মোকাবেলার চেষ্টা করা হবে।”

শেয়ার করুন: