November 22, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় স্কুলে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ ৫০ ছাত্রী

খুলনার বটিয়াঘাটায় বিদ্যালয়ে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে ৫০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুলাই) উপজেলার জলমা চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রাণী বিশ্বাস বলেন, স্কুলে আকস্মিক জেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে আসেন। এর আগে প্রেয়ার ক্লাসে ২ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ক্লাসে এসে আরও কয়েকজন অসুস্থ হয়।

জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র মন্ডল বলেন, স্কুলে প্রায় ৪০-৫০ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। যাদের সমস্যা একটু বেশি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে ১৬-১৭ জন ছাত্রী চিকিৎসা নিতে আসেন। তাদের সবার মধ্যেই  হিস্টিরিয়াজনিত লক্ষণ ছিল। কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল বলেন, স্কুলের ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

শেয়ার করুন: